What is z-shadow?
জেড সেডো আসলে কি?
এখন কিভাবে জেড সেডোতে একাউন্ট খুলবেন?
প্রথমে আপনি আপনার পচন্দের ব্রাউজার খুলেন এবং আপনার সার্চ বারে লিখুন http://z-shadow.info এবং এই লিঙ্কে যান আর যদি আপনার কম্পিউটারে এন্টি ভাইরাস দেয়া থাকে থাহলে একটু কষ্ট করে অফ করে নেন। গিয়ে সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেসন করেন। কিভাবে করবেন রেজিস্ট্রেসন দেখে নিন।
![]() |
z shadow sign in |
![]() |
z shadow sign in |
![]() |
z shadow sign in |
আপনি জেড সেডোতে রেজিস্ট্রেসন করার সময় যে ইমেইল দিবেন সেই ইমেইল টি দিবেন একটি ফেক ইমেইল এখন ফেক ইমেইল কিভাবে তৈরি করবেন।
ফেক ইমেইল তৈরি করার জন্য যেতে হবে ১০ মিনিট মেইলে যাওয়ার পর এরকম দেখবেন।
![]() |
10 minute mail icon |
দেখার পর যে ইমেইল দেখছের সেটি ১০ মিনিট থাকবে এরপর শেষ হয়ে যাবে এর ভিতর আপনাকে ইমেইল টাকে ইউজ করতে হবে। তো এই ইমেইল টা কপি করে নিয়ে সেই ফরামে ইমেইলের যায়গায় পুট করবেন । পুট করার পর একটি মেসেজ আসবে জেড সেডো থেকে সেই মেসেজটি ভেরিফাই করার জন্য ১০ মিনিটের ভিতরে আপনি আবার এই লিঙ্কে গিয়ে দেখবেন আপনার এমেইলের নিচে ১ মেসেজ সো করচে, সেই মেসেজে ক্লিক করে বেরিফাই করে নেবেন আপনার একাউন্ট টি। সব কমপলিট হয়ে গেলে জেড সেডো এরকম একটি ইন্টার ফেস দেখাবে।
![]() |
screenshot 4 |
এখন আপনার কোন সাইটের ফিসিং পেইজ ধরকার। এর পর কিভাবে ফিসিং পেইজ তৈরি করবেন সেটি আমার এই আরটিকেল টা পড়লে বুযতে পারবেন।